কষ্টের কোন সংজ্ঞা হয়না
নেই কোন উপমা,
বুকের লুকানো ব্যাথা
আর এক অস্থির ভাবনা।


বেদনায় বুক ভেঙ্গে যায়
মন হয়ে ছারখার,
দুঃখের নেই সীমা
এ যেন অকুল পাথার।


জ্বলে-পুড়ে হয় খাক
এই অগ্নিদগ্ধ মন,
যায়না এসময় চেনা কাউকে
হোক সে যতই আপন।


কঠিন সংগ্রাম করে পৃথিবীতে
শুধু না মরে বেঁচে থাকা,
জীবন হারিয়ে যেতে চাই
যাইনা কভূ বেধে রাখা।


এত যন্ত্রনার পরও যদি
পারি থাকবো বেঁচে,
না হলে হারাবো দিগন্তে
মরণ তাজঁ পরবো আমি যেচে।