আমি তাকে রোদ্দুরে স্নান করাতে প্রস্তুত
অথচ সে অন্ধকূপে নিমগ্ন
হারিয়ে সত্ত্বা নির্ঘৃণ আঁধারে
রাত্রিকে ভালোবেসে।
এখন তার ইচ্ছেগুলো উড়ন্ত মেঘে ভরা
ছুটে চলে অজানা দিক্বিদিক
জলাত্যয় লুণ্ঠিত তার হৃদ সরোবরে
কৃষ্ণপক্ষে নেই তার ইচ্ছের ছড়াছড়ি।
বিলীন হয়েছে জোনাকির আলো
রাত্রিজাগরণ তার বৃথা
স্নান করাতে চেয়েছি যাকে জোনাকির আলোয়
তমসাবৃত রাত আজ তার অতি আপন।
যে আজ তাজা রোদ্দুরে
গা এলিয়ে স্নাতানুলিপ্ত হবে
সে ভস্মাবৃত দেহে প্রান্তরাভিমুখ
চর্মসার কৃশকায় নতজানু এক মানব।
নিরাশায় রাত্রিঞ্চর ভুলেছে স্বপ্ন
ডুবেছে হতাশার বালুচরে
অথচ আমি তাকে সমুদ্র ঘেঁষা জলাধার মাঝে সাগরের সাথে সূর্যের লুটোপুটি দেখাতে চেয়েছি।