এ কি কেমন রুপ যে তোমায়
কথায় বল কর না কারও ক্ষতি
নেই যেখান থেকেই উপকার
সেখানেই করতে চেষ্টা করি ক্ষতি’র
এ কি বুঝ আমরা মানুষের!


আমরা না কি শিক্ষিত জাতি
জ্ঞান অনেক আমাদের বৈ-ই-কি;
বড় জানতে ইচ্ছে করে কি মনে
কেমনে বুঝমান যে আমরা নন্দিত
এক অনন্য শিক্ষিত অপরুপ জাতি।


এতো শিক্ষিত জাতি যে আমরা
কোথায় আমাদের ভার-সাম্যতায়
বহন করতে চাই মহা-সেবা মানবতায়
আসলে কি হতে পেরেছি সেই জন
যে জন এতো বড় মানষিকতার।।


না জেনে সীমাবদ্ধতায় জ্ঞান
না জেনে অপরাধের জ্ঞান
সীমাবদ্ধতা যে কোথায় সেটা নাহি জেনে;
পারি দিতে চাই যে মনে;
সেই মনে শুধুই অজ্ঞানতায়
এ কি যে অবুঝ মন! হয় না যে সরলতায়।।


==×××==


বাণী : অপরুপ নীলায় এ কি বুঝ আমরা মানুষরা; সুযোগ পেলেই দিতে চাই বদনাম।।