একুশ মানে মায়ের ভাষা
একুশ মানে চেতনায় বাংলা
একুশ মানে বাঙ্গালীর নিজস্ব
একুশ মানে আপন করে বলা
একুশ মানে নিজের করে প্রকাশ
একুশ মানে ভাষার শক্তিতে অনড়
একুশ মানে প্রায় আঠারো কোটি'র
একুশ মানে এই বাঙ্গালীদের রপ্তভাষা।


একুশ মানে মনের ভাব প্রকাশের সেথা
একুশ মানে শত মায়ের সন্তানের ত‍্যাগের
একুশ মানে ভাষা রক্ষায় রয়েছে তাদের
একুর মানে অনেক অবদান এই বাংলায়।
একুশ মানে স্মরণ করি সেই আত্ম:ত‍্যাগী'
একুশ মানে স্থপতি শহীদের এই বাংলার।
একুশ মানে মাতৃভাষা বাংলার স্বাধীনতা!
একুশ মানে আজকের স্বীকৃত বিশ্বের দরবারে!


একুশ মানে জাতিসংঘের লিপিবদ্ধের তালিকায়
একুশ মানে বিশ্ব জানতে পেরেছে এই বাংলাকে!!
একুশ মানে আজ হচ্ছে চির চেনা বাংলাদেশ।
একুশ মানে লাভ করেছে শুধু ভাষা অর্জন নয়!
একুশ মানে লাভ করেছে বিশ্বের কাছে পরিচিতি।
একুশ মানে নিজস্ব ও আপন মনের দেশাত্ব ভাষা
একুশ মানে বলতে পারা আপন মনে নিজের কথা
একুশ মানে এমন দেশটি পাবো নাকো আর এক'


একুশ মানে এই দেশেরই মতন সবুজে শ‍্যামলের
একুশ মানে সুজলা সুফলা লাল সবুজের পতাকা।
একুশ মানে অর্জন মাতৃভাষার রক্ষার স্বাধীনতা।
একুশ মানে আমাদের গর্ব
একুশ মানে আমাদের ভাষা শক্তি অর্জন
একুশ মানে ভাষা বাঙ্গালীদের জাতি শক্তি।
একুশ মানে রক্ষায় রও ভাষা তপ্তের প্রকৃত অর্জনে।
একুশ মানে আমরা বাঙ্গালী রইবো এই দীক্ষাতে।


একুশ মানে তবে সঠিক চর্চায় ও ধারণে স্বার্থকতা পাবে।
একুশ মানে চেতনায় সকল ক্ষেত্রে বাংলার ব‍্যবহারে মত্ত হলে
একুশ মানে জাগ্রত হবে তবেই এই অর্জন শক্তিশালী হবে।
একুশ মান আজকের আনন্দ! একুশ মানে একুশে বই মেলা:
একুশ মানে আলোচনা; একুশ মানে সমালোচনা: একুশ মানে
কতশতক লেখক সাহিত‍্যিকের ও প্রকাশকের মিলন মেলা।
***×××***
***×××***
বাণী : যে কোন দেশের নিজস্ব ভাষা সেই দেশ রক্ষার বড় একটি শক্তি। এক ঝাঁক চৌঁকস সুসজ্জিত সমর রনাঙ্গনের অস্ত্রের পারদর্শি প্রকৃত সফল যোদ্ধার চেয়েও কার্যকর সেই দেশের মানুষের ভাষা। যা সহজেই অর্জন করে জয় লাভ করা যায় না। তাই নিজস্ব ভাষা রক্ষার্থে অন‍্য কোন ভাষাকে অগ্রাধিকার গ্রহণ যোগ‍্য হবার নয়। যাতে বিচ‍্যুতি ঘটার সম্ভাবনার আশংকা বিরাজমান।