মন তো একটাই অন‍্য রকমের চাওয়া
সেই চাওয়াতেই কি জাগ্রত হতে পারে?
মনো চেতনার উদ্ভাসিতের অপূর্ণ‍্যতার
জরাজীর্ণ সংকীর্ণ দৃষ্টি ভঙ্গির তরে ঐ'


অবচেতনায় দেখতে পাচ্ছি জানতেও পারি!
চোখেরই সামনে ঐ পাড়ার ছেলেটি ও
ঐ পাড়ার মেয়েটিও করেছে পরীক্ষায়
ভালো ফলাফল! আমারও রয় যে পরীক্ষা।


করতে হবে ভালো ফলাফল! কঠোর মনো
চেতনাতে অসম্ভব অধ‍্যাবসায়ে অপূর্ব মনে
সমাজে নিজকে ভালো স্থানে দাঁড় করাতে
মানব মনে প্রয়োজন আগ্রহের চেতনা বোধ।


কোন প্রকার অলসতাতে মানব মন নহে
যদি ঐ'মনে তাই হয়ে রয় পারবে না কি
জড়াজীর্ণতায় ভরে নিরবোধের অবচেতন
ভাবনাতে এলোমেলো মানব জীবন চেতনায়।।


মানব মনের প্রাণের সস্তির সন্ধ‍্যা কখনই'
জাগ্রত করে কল‍্যাণ বয়ে আনতে পারে না
মানব জীবন সুন্দর ভাবে গড়ে তুলতে রইবে;
প্রকৃত চেতনা কাজে লাগায়ে মানব জীবনের
মূল‍্য খুঁজে পেয়ে সমাজে গুণিজন হয়ে রবে।।
===×××===
===×××===
বাণী: চেতনা ছাড়া মানব জীবন কখনই উদ্ভাসিত হতে পারে না। তাই চেতনা শক্তির মন ব‍্যতিত মানব জীবন অগ্রসরে বাঁধা গ্রহস্ত।।