নাম: আব্দুল মজিদ!!
বয়স;
বাঁইশ কি তেইশ।


বৈবাহিক অবস্থা: বিবাহিত
এক স্ত্রী ও দু'টি সন্তান।


মা-বাবা;
মা জীবিত, বাবা মৃত।


পড়া-লেখা;
কোন মতে নাম লিখিতে জানে (তৃতীয় শ্রেণী)'


আয়-রোজগার;
মাসিক: হাজার এগার পড়ে।
অনেক শিক্ষিত কর্মচারী কত কম বেতনে
করিতেছে কর্ম! তোমারই চেয়ে প্রায় হাজার
তিনেক কমে; দেখিতে পাও না নিজ নয়নে?
কতটাই রহিয়াছ ভাল ভেবে কি দেখিয়াছ
কখনও নিজেকে চিনিয়া আপন জানিয়া নিজকে।


কর্ম;
অফিস পিয়ন!
জানে না ফাইল করিতে'
শিখিতে বলিলেও করিয়া থাকে গড়ি মশি।
নেশা তার রয় যে অজানারই বিবেকের;
আগ্রহে অনিহা; কি জানি ভাবিয়া রয় আনমনায়!


স্বাস্থ্য সচেতনতায়:
করোনা কাল বলিয়া ছোঁয়াচে মহামারী!
ভাইরাস বলিয়া কথা!
পরিচ্ছন্ন থাকিতে বলিলে!
মনে হয় ওকে যেন বলা হয়..
নতুন কোন অনিয়মের কথা!


রয় যে তাঁকিয়ে; দু'টি আখিঁ মেলিয়া'
তার নিকট মনে হয় যেন;
এ আবার কি নিয়ম? কোথায় করোনা?
করোনা কি? কাকে বলে করোনা?
চোখে তো দেখাই যায় না!


লোক-মুখে শুধুই শুনিয়া আসিতেছি
দেখা তো পাই নাই' এই বলিয়াই
ফ্যাল-ফ্যাল করিয়া তাকিয়ে থাকে
বুঝিয়া উঠিতে পারে না কি করিবে?


এমনই রোগে আক্রান্ত ঐ ভাইরাস
দেখা না যাইলে কি হইবে! আক্রান্ত
হইলেই বুঝিবে গলাব্যথা, ঠান্ডা, কাঁশি,
জ্বর ভাব, মাথা-ব্যথা, শ্বাস কষ্টের বেদনা,
ধরিলে ফুসফুসিতে রক্ষা পাইবে কি জীবনে।


খাবার-দাবার, পোশাক-পরিচ্ছদ পরিধান
করিবে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতার সহিত'
ওহে ভাই! আব্দুল মজিদ; রক্ষা যদি করিতে
চাও নিজেকে ঐ অচেনা করোনা ভাইরাস হইতে'
হও সাবধান! মান নিয়ম-কানুন! রও একনিষ্ঠার।


যাহা বলিবো তাহাই শোন স্বাস্থ্য সচেতনতায়
নাও না সেই জ্ঞান খুশি মতে; জান ভাল করিয়া!
নিজে জান, সাবধানতা অবলম্বন কর!
নিজেকে রক্ষায় হইবে ব্রত: করিতে পারিবে অন্যকেও।


আব্দুল মজিদ টিপটপ ছোট-খাট গঠনের
দেখিতে মন্দ নহে! ভালই রুপ খানীতে!
এতোটাই বুদ্ধির ঢেঁকি! ভাল পরামর্শ দিলেই
মনে করিয়া থাকে, কি যেন বলি; অবাগ নয়নেই
রহিয়া থাকে যে তাকি তাকি!
মাঝে মধ্যেই চক্ষু দু'টি কুঁচকাইয়া
কপালের চামড়ায় ফেলিয়া ভাঁজ'
কি যেন বলিতে চায়! পায় না সাহস সহসায়।


হায়রে আব্দুল মজিদ!
চায়ের কাপ, নাস্তার প্লেট-পেয়ালা, খাবার-দাবার
বাসন-প্লেট, চামুচ ও পানি খাওয়ার গ্লাস, অফিসের
টেবিল-চেয়ার, দরজার হাতল সমূহ ভাল করিয়া সাবান
পানি ও প্রতিষেধক দ্বারা ধৌত করিয়া পরিবেশনে থাকিবে
মন যে তোমায়; অ্যাপ্যায়নে রইবে মন তোমায় দরদেতে
ভরা মুখ খানীতে। সতর্ক সচেতনতায় থাকিবে সচেতন যে।


বাহিরে যাইবে না যত্রতত্র!
গাঁ ঘেষে দাঁড়াবে না একে অপরের!
‌হ্যান্ডসেক করিবে না সহকর্মীসহ অন্য কাহারো সহিতে।
হায়রে; আব্দুল মজিদ তোমাকেই যে দেখিতে পাই,
গাঁ ঘেষে দাঁড়িয়ে রহিয়াছো অপরের
কতই যেন আপন!
কি জানি কি করিয়া ভেবে থাকে মনে?


কি রে আব্দুল মজিদ! কি করিয়া খাবি জীবনে?
ভাল করিয়া শিখিলে কাজ হইলে বিশ্বস্ত মনিবের!
একটুও হইলে জীবনে আছানে করিতে পারিবে'
কাজেই রহিবে যে নিয়মিত আয় রোজগারে।
ঐ টুকুনও ও না জানিলে কর্ম হারাইবি মাঝে মধ্যেই,
আছান যাইবে যে ফুঁরাইয়া, কষ্টের জীবন, কষ্টেই কাঁটিবে,
বড় সাহেবের সাথেই করিস কর্ম' ধরে রোদ্রে, পড়ে না
মাথায় বৃষ্টির পানি, কেহই বলে না কিছুই! তাই তো বলি
যদি না হইবি সঠিক ও কর্তব্য নিষ্ঠায় অটল' তাহা হইলে'
আর পাবি না সুখ নামক সুখ পাখিটি দু'হাত দিয়া ধরিতে!
ভাবিয়া করিবি কাজ; তাতে নাহি পাবি যে লাজ।


শোনরে আব্দুল মজিদ!
ঐ দিকে তোমার স্ত্রী-সন্তানসহ মা ও তুমি
মিলে পাঁচটি পেটসহ আরও আত্নীয়-স্বজন।
কি ভাবে সংসার চলিবে? কেন কর কাজে
অবহেলা? হইতে বলি সর্তক; শোন না ভাই
মানিয়া লও না আদেশ-উপদেশ সহজেই খুঁশি
মনে। চোখে দেখা হাতের কাজ শিখে হও কর্মঠ'
স্বভাব চরিত্র করিলে ভাল! আসিবে না তোমার
জীবনে কর্ম নাহি বলিয়া অকর্মণ্যের কর্মক্ষমের
গ্লানি। রহিবে সব সময়ই হাস্য-উজ্জ্বল, স্নিগ্ধতার
ভরে; কোন প্রকার অন্যায় করিবে না স্পর্শ! দেখিবে
জীবন তোমায় হইবে বিধাতার দয়াতেই রহমতে ভরিয়া।


স্মরণ করিবে আল্লাহকে! সময় মত পাঁচ ওয়াক্ত পড়িবে
নামাজ! ডাকিবে একগ্রতা ও নিষ্ঠায় আল্লাহকে;
কখনই লোভ করিবে না! সারাটি জীবনের তরে'
করিলে লোভ-লালসা ভবিষ্যৎ হইবে যে অন্ধকার!
তাই তো বলি হও সচেতন ও সর্তক রও সৎ ও
নির্ভিক তুমি। মিলিবে তোমায় এক সময় এমনই
একজন ভাল-আদর্শ মনিবের মনেরই কুঠিরে স্থান।।
===×××===
===×××===
বাণী : মানুষের কর্ম কখনও ছোট হয় না! যার যে যোগ্যতা রহিয়াছে সেই যোগ্যতানুয়ায়ী বুঝিয়া-শুনিয়া চলিলে ও করিলে কাজ সাথে থাকিলে সততা, কর্তব্য নিষ্ঠা সেই মানুষ হইবে না কখনও কর্মক্ষম ও ব্যর্থ জীবনের একজন অসচেতন পরিচয়ের মানুষ।