আমি কি ভালো বাসার মতন
জানি কি ভালো বাসতে সেই
জাগ্রত ইচ্ছা কি আছে মনে?
কেমনে ভালো বাসতে ইচ্ছে।


কাকে ভাসবো ভালো জানতে
আগে মনে ও প্রাণে তবেই সুখ
তৃপ্তি দায়ক মনটিতে হবে যেন
শান্ত ভালোবাসা নামক মানবে।


ভালো বাসার প্রকৃত বহি:প্রকাশ
ঘটে মানুষ মানুষেতেই বন‍্যপ্রাণি
কীটপত‍্ঙ্গে সেই সৌভাগ‍্যের নেই
একমাত্র মানুষ মানুষেই ঘটিত।


এমন একটি মনচাই যেন মনকে
আপন করে নিজেকে সপে দিয়ে
একে অপরে আপনে সবই যেন
একাকার দু’টি মন একটি আত্মা।


তবেই যেন আমরা একতাই বল
আমরা হবো জয়ী দিক দিগন্তে
করবো মোরা জয় আমরা এক
নারী-পুরুষ মহত্বের অনন‍্য প্রেম।