ওহে নারী কোথায় তোমাদের মন!
ওহে নারী কোথায় তোমাদের চরণ
ওহে নারী কোথায় তোমাদের অবহেলা
ওহে নারী কোথায় তোমাদের অপমান।

ওহে নারী কেমনে হবে তোমরা সম্মানি
ওহে নারী কেমনে হবে উদ্ভাসিত মনের
ওহে নারী কেমনে হবে খুঁশিতে ভরা মন
ওহে নারী কেমনে হবে তোমরা সাহসী?

শোন নারী তোমরা কি দেখতে পাওনা
শোন নারী তোমরাই তো একমাত্র ভিত্তি
শোন নারী তোমরাই তো ভরসা জোয়ার
শোন নারী তোমরাই পরিবার নির্ভরশীল।

শোন নারী তোমরাই রও সংসার কল‍্যাণে
শোন নারী তোমরাই রও যে আলোকময়ে
শোন নারী তোমরাই রও ঝামেলা বিহীন
শোন নারী তোমরাই রও অনুপ্রেরণাতে।

দেখ নারী তোমরা কত কষ্টকর এই শহরে
দেখ নারী তোমরা কত কষ্টকর আয় করা?
দেখ নারী তোমরা  কত কষ্ট করে পুরুষেরা?
দেখ নারী তোমরা কত কাঠ-খড়ের তরে আয়।

দেখ নারী তোমরা চাও সমান অধিকার নাও!
দেখ নারী তোমরা যা চাও উহা সঠিক কি না?
দেখ নারী তোমরা আজ করছো আয়-রোজগার
দেখ নারী তোমরা চলছো পুরুষ মতাদর্শে পথ।

সেই তরে নারী এখন বল লাগছে কেমন আজ?
সেই তরে নারী এখন বল সত‍্যই কর্ম বলে কথা
সেই তরে নারী এখন বল সারা দিন কাজ শেষে
সেই তরে নারী এখন বল ঐ'আয় কেমনে করবে?

সেই তরে নারী পরিবার-পরিজনে মেটাবে খরচ
সেই তরে নারী দেখ না কতটা দিতে পার সামাল?
সেই তরে নারী তোমরা দেখ কতটাই সাবলম্বী।
সেই তরে নারী হতে পারে কি সম্মানিত এ'ধরায়।

নারী তোমরা জেনে রাখ হতে হবে বুদ্ধিদীপ্তের!
নারী তোমরা  শুনে রাখ তোমরা অনেক মূল‍্যবান
নারী তোমরা জেনে রাখ তোমরা অনেক মর্যাদার
নারী তোমরা আছো সকল মানব সেবার সেবায়।

নারী তোমরা নিজের স্থান করে নিবে কর্মগুণেই
নারী তোমরা দেখ রয়েছো কতটাই আপনে ঐ'
নারী তোমরা রও অনন‍্যতার সুন্দর মনের তরে
নারী তোমরা রও তো সকল বাংলারই ঘরে ঘরে।।
===×××===
===×××===
বাণী: নারী তোমরা নিজেকে চেন! তোমরা কাহারো খেলনার পুতুল নহে। তারাই তো নারী! যারা নারী বটে' ঐ'নারী মনে নিজেকে গড়তে পারে। তারাই প্রকৃত নারী চরণের কর্মঠ এক সুন্দর উদ্ভাসিত কল‍্যাণময়ী নারী। হবে না তুলনা সেই নারী হতে অন‍্য কাহারো এই সমাজের।।