কত যে উচ্ছলতায় রই ওরে অবুঝ মন'
পেতে চাই বিনোদন! ভরে চাই ধন্যে!
চটক দারিতে মাতায়ে রাখি যে মনকে;
ঐ মন কি কখনও শেখায় শিহরণ কি?


গত পরশু আমার নিজ শরীরটা ম‌্যাসম্যাস করেছে'
মনটাও ভাল যাইনি! সারা জাগাতে চাইনি তেমন..
তারপরও দায়-দায়িত্ব বলে কর্মময় জীবনের ভার'
চালায়ে গেছি সকল কাজ কর্ম; থামাতে চাইনি মনকে।


গতরাতে স্ত্রী আমায় বললেন পা'দুটি তার' শীতে বরফে
হয়েছে পরিণত! শরীরটাতেও দিতে চাইছে না সাই তেমন।
হাতে রয়েছে কলেজের মেয়েদের মূল্যায়ন পরীক্ষার খাতা!
দ্রুত দেখে জমা করতে হবে কলেজ দপ্তরে' রয়েছে মন সেথা।


কি হবে এতো কাজ-কর্ম-আয়-রোজগারে মন দিয়ে? কখন যে
যেতে হয়! কি জানি ঐ বুঝি আল্লাহ্ আজরাইল পাঠান নিতে!
এতো মায়ার বাঁধনের অবতারণা বিচরণ করে থাকে মনে; সেই
মনেরই মনিকুঠাতে শিউরে ওঠে মন! যেন দেহ ত্যাগ হবে এখনই?


সেই মনেরই পিছনে ফিরে তাকালেই দেখা দেয় ওহে মানব মন'
করো না ভয়! জানো না তুমি কখন তোমায় ঘটবে মৃত্যু? শরীর
তোমায় হয়ে যাবে ঠিক! মনও দেখবে করবে তোমায় সহায়তা;
করো পরকালের চিন্তা' রেখ মনেতে গেঁথে আল্লাহকে ভয় স্মরণে।


তাই তো আমরা মানুষেরা কোথায় আমাদের এতো বল-শক্তি-সামর্থ?
আজ মরলে কাল হবে যেখানে দু'দিন! সেই জায়গায় কেন এতো ঝঞ্জা?
মনেতে স্মরণে রাখি সেই অসুস্থতার কথা! বিছানায় ধুকুধুকু আহারে
কি যে বেদনা, মাপ করে দাও হে আল্লাহ্! সেই মন শিউরে উঠা মর্মতা।
===×××===
===×××===
বাণী : একজন অসুস্থ মানুষই বলতে পারে আর জেল খানার কয়েদী ও চরম-দাগী আসামী তারাও ঠিকই তাদের অপরাধ জগতের অপরাধের পর শাস্তি পেয়ে অতীত জীবনে পাপের প্রায়শ্চিত্ত অনুভবে শিওরে উঠে থাকে তাদের মন ও প্রাণ। চায় সংশোধন হতে' করতে চায় না আর তারা অপরাধ। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় তাদের ঐ ধরণের অপরাধ জগৎ হতে বের হয়ে এসে তেমন কোন সামাজিক কর্ম-ব্যবস্থা না থাকায় পুনরায় অপরাধ জগতে ফিরে যেতে শিউরে ঐ মনে তারণা যোগায়। তাই মানব কল্যাণে অপরাধ জগতের লোকদের জন্যে সুন্দর কর্মমূখী সামাজিক ব্যবস্থায় আইনের শাসনে রেখে সুব্যবস্থা করা জরুরী কাম্য।