হিয়ার মাঝে মিশিয়ে রং আঁকি তোমার ছবি,
কতো রুপে সাজিয়ে তোমায় বারে বারে দেখি।


এই তো সেদিন-
নূপুর পড়া পা দু’খানি সাজিয়ে দিলাম যবে,
মনটা তখন উঠল নেচে বাস্তবতার খোঁজে।


হারিয়ে তুমি গেছো কবেই লোকান্তরে হায়,
মন মানে না তবুও খুঁজি হৃদয় আঙ্গিনায়।


পারো যদি ফিরে এসো এ মিনতি করি,
তোমায় নিয়ে ভাসাবো আমার স্বপ্নের তরী।


জানি তুমি আসবে না ফিরে কভু আর,
তবুও রেখেছি খুলে এই মনের দুয়ার।


**************************
রচনাকালঃ ০২/০৬/২০১৭, বার্ড, কুমিল্লা।