আমি আর কখনো বলবো না কবি হতে তোমাকে
দেখবে আমি ই একদিন কবি হয়ে
ছেড়ে চলে যাবো তোমাকে আকাশের তারার মিছিলে
দেখবো চড়ুই পাখিটির তিড়িং বিড়িং অহেতুক লাফঝাপ
অনাদিকালের যাত্রা পথে ছুটে চলে যাবো আমি
হোক সে যতোই বন্ধুর কিম্বা মসৃণ তার পথ
তাকাবো না আর কোনোদিন ফিরে তোমাদের ঐ
ঝাউগাছটির পানে
জোনাকির আলোয় আলোকিত হবো আমি
দেখবো লোভী সন্ত্রাসী স্বার্থপর মানুষের মুখ
কেবল দেখতে পাবে না কেউ তারা আমাকে
সেই আলোর মশালে
আমি নিজেই হবো কবি
আর লিখে যাবো সাগরের গর্জনের মতো
পৃথিবীর সেরা সব কবিতা তোমাদের তরে
কেবল রইবো না আর আমি ঐ বাবুই পাখিদের ঘরে
শুধু একটু শান্তি সুখের তরে
বলবো না আর কোনোদিন কবি হতে
শুধু আমার জন্য তোমাকে
অন্তত পা্ঁচ হাজার বছরের গ্যারান্টি দিয়ে দিলাম
শান্তিতে থাকুক তোমার মন কলম কাগজের পাতা আর
তোমার ক্লান্ত সব মগজ