ভালোবাসা কখনো অপরাধ নয়
স্বচ্ছতা ভালোবাসার ঠিকই জয় হয়।
হৃদয়ের সাথে যদি হৃদয় যায় মিলে
ভালোবাসা তখনি নিজে যায় খেলে।


রীতিনীতি জাতপাত বাছবিচার হীন
বুদ হয়ে ভালোবাসায় থাকে অমলীন।
এভাবে ভালোবাসা যদি হয় কারো
ইতিহাসে লিখে নাম হয়ে যায় হিরো।


আকাশের তারকা বনে যায় তারা
নাম লিখে ইতিহাসে হয় আত্মহারা।
জাতপাতের বিচারে নাহি হয় বিয়ে
প্রেমপ্রীতি হলে পরে ঘর বাঁধে গিয়ে।


সিম্পসনের ফাঁদে খেলো এডওয়ার্ড ধরা
বিয়ে করে অবশেষে হলো রাজ্য হারা।
ধনী-গরীব যে-ই হোক ভালোবাসা হলে
মা-বাবা ভাই-বোন সবই যায় ভুলে।


মৃত্যু কে আলিঙ্গনে নাই কোনো দুখ্
দু'টি মন মিলে গেলে ভ'রে যায় বুক্।
জেল জুলুম হলে পরে দু'জনেই ঠিক
ছুটোছুটি করে মরে ছোটে একিদিক।


জীবনে ভালোবাসার তুলনা কি হয়?
ভালোবাসা ছাড়া জীবন মূল্যহীন রয়।
ভালোবাসা মানুষে যদি নাহি পায়
জীবনের মানে তবে বুঝা বড়ো দায়!