পৃথিবীর পৃষ্ঠেই জম্ম পাথরের। সময়ের স্রোতে বাড়ে পাথর মহাত্ম।
বিবর্তনের নিয়ম মেনে চলা পাথরের কাজ নয়। চিরকাল বেঁচে থাকে।  
পচে না গলে না তাও।  শুধু যান্ত্রিক দানব জীবনকে খন্ডিত করে।


পাথরও বড় হয়। কখনও শিলা লতা ছেয়ে যায়। মাথা রাখে আকাশের কোলে।
শোভা বর্ধনেও পারিপাটি। পথের শোভা, বাড়ির শোভা, পাটের শোভা-ঘাটের শোভা।
শোভা পায় ভাসমান আসমানী।


পাথরও কথা বলে পাথরের সাথে। প্রতিপক্ষ তৈরি করে মৃত্যুর হালখাতা । অন্যপক্ষ দেয় যে উস্কানি।


কেউ বা পাথর নমস্য- কেউ বা পাথর চুম্বন।  কেউ বা ভাস্কর্য কেউ বা হস্ত ধারণ।
হৃদয় কোনে কখন বা পাথর চেপে বসে। এই তো খেলা। পাথর থাকে পাথরে।
শুধু বিবর্তনে মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়।