সূর্য হাসান কাব্য(জীবনমুখী কবি) - পাতা ৪

সূর্য হাসান কাব্য(জীবনমুখী কবি)
জন্ম তারিখ ২২ অগাস্ট ১৯৯৮
জন্মস্থান কুমিল্লা,চট্টগ্রাম, বাংলাদেশ
বর্তমান নিবাস যাত্রবাড়ী,ঢাকা, বাংলাদেশ
পেশা সরকারি চাকুরীজীবী(হাইকোর্ট, বাংলাদেশ)
শিক্ষাগত যোগ্যতা স্নাতক উত্তীর্ণ
সামাজিক মাধ্যম Facebook  

কবি সূর্য হাসান কাব্য,১৯৯৮ সালের ২২শে আগষ্ট পৈতৃক ভূমি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কবি সুপ্রীমকোর্টের একজন সরকারি চাকুরীজীবি । তিনি সম্প্রতি স্নাতক শেষ করেছেন । বর্তমান ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী। তিনি পদ্মপাঠ ২ এৈমাসিক ও আলোর মিছিল সাময়িকী এবং প্রজাপতি পত্রিকা সহ "প্রতীক্ষার প্রহর","বেদনার প্রহর",প্রিয় মাতৃভূমি" ও "কবির স্বপ্নকাহন","শত কবির মিলন কাব্য","ভালোবাসা অতঃপর", যমুনার তীরে সেই কাশফুল" নামক উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থে কবি হিসেবে নির্বাচিত হন।তিনি সাহিত্য সাধনায় নিজেকে উৎসর্গ করতে চান সবসময়।

সূর্য হাসান কাব্য(জীবনমুখী কবি) ৭ বছর ১ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে সূর্য হাসান কাব্য(জীবনমুখী কবি)-এর ১৫৪টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
১৮/৪
১৭/৪
১৬/৪
১৪/৪