(১) কি সুন্দর


   একদিন যাব প্রশান্তের কাছে।


  প্রশান্তের নীরবতা আমি স্নিগ্ধ চোখে দেখব।


         সেখান থেকে ফুল এনে আমার প্রিয়ার বেণীতে গুঁজব।


      প্রিয়া যে বলবে, প্রশান্ত খুব 'নীরব'।


      
       আমি সেই ফুল নিয়ে মালা গেঁথে 'চন্দ্র-মল্লিকার' গলায় জড়িয়ে দেব।


                  'চন্দ্র-মল্লিকা' বলবে এতদিনে আমার জীবন সার্থক হল।


    (২) ডায়না__ কার?


    ঐ আকাশকে প্রশ্ন কর,তুমি কার, বলবে ডায়নার


   ঐ হরিণীকে প্রশ্ন কর, তুমি কার, বলবে ডায়নার।


    ঐ___ তিলোত্তমাকে প্রশ্ন কর, তুমি কার, বলবে ডায়নার



     আমি যে এক ডায়নাকে স্বপ্নে দেখেছি-
                                                               তার জন্য আমি 'শেষ' হয়ে যাব।


(৩) কি সুন্দর


     গোলাপকে বলি তোমার দুটি চোখ উন্মুক্ত করে
দিলে তুমি কি দেখতে চাও,  " মাধুরীর হাসি"


    হরিণীকে বলি তোমার দুটি ডানা উন্মুক্ত করে দিলে তুমি কি দেখতে চাও, " মাধুরীর হাসি"


   'মনরোকে' বলি তুমি নিঝুম রাতে কি দেখতে চাও, " মাধুরীর হাসি"


      
            আমি এক চিলতে মাধুরীর হাসি দেখতে চাই-
       তোমরা আমাকে মাউন্টঅলিম্পাস নিয়ে চল।



( বিঃ দ্রঃ মাউন্ট অলিম্পাস প্রেমের দেবী অ্যাফ্রোদিতির আবাসস্থল)