ফাল্গুন তুমি এলে !
পলাশ শিমুলকে ,
সঙ্গে নিয়ে ।


ফাল্গুন তুমি এলে !
শীত চলে যাওয়ার পর ,
গ্রীষ্ম আসার আগে ।


ফাল্গুন তুমি এলে !
শুকনো গাছে ,
সজীবতা নিয়ে ।


ফাল্গুন তুমি এলে !
গাঁয়ের বধূর উল্লাস ছড়ানো ,
ফাল্গুনের উৎসবে ।


ফাল্গুন তুমি এলে !
দোল যাত্রা বা ,
হোলির উৎসবে ।


ফাল্গুন তুমি এলে !
মণিমালা গোলাপি- বেগুনি ,
রঙের ছোট ছোট ফুল
ফোটে রমনা পার্কে ।


ফাল্গুন তুমি এলে !
কুসুম বৃক্ষের কচি পাতায়  ,
লাল রঙের নানান আভায় ।


ফাল্গুন তুমি এলে !
ঋতুরাজ বসন্তকে ,
সঙ্গে নিয়ে ।


বজলুর রশীদ ১০/২/২৩