একটি শিশু আমায় সেদিন বললো চোখের জলে
"একেই কি স্যার সত্যিকারের মানব জীবন বলে?
ক্ষুধার জ্বালায় জ্বলে পুড়ে হয়ে গেলাম শেষ
চিত্তে অঢেল কষ্ট নিয়েই করছি এটা পেশ।


আপন বলে নেই যে কেহ আমার ভাঙা ঘরে
ক'টা টাকা দিবেন কি স্যার অন্ন খাবার তরে?"
আমার হাতে তখন ছিলো বকুল ফুলের ডালা
ডালার মাঝে ছিলো অনেক বকুল ফুলের মালা।


ওকে তখন বলি আমি," একটা মালা নাও
এই মালাটা নিয়ে বাবা এখান থেকে যাও।"
বদনখানি মলিন করে সেই ছেলেটা বলে
"বলুন না স্যার এখন কি আর বকুল মালা চলে?"


আমি বলি," বকুল বিনে সবই ফাঁকি ভবে
বকুল ফুলের মালাগুলো অচল কেন হবে?"
শিশু তখন বললো আমায় " পেটের ভীষণ তাপ
কেমন করে বলুন না স্যার সইবো পেটের চাপ?


মরচে পড়া লোহায় জানে রঙ বদলের জ্বালা,
ক্ষুধার পেটে ভাল্লাগে কি বকুল ফুলের মালা?"