এই অবেলা যেই ছড়ালো
বাতাবি লেবুর ঘ্রাণ
পিছন থেকে স্মৃতি আমার
হাত ধরে দেয় টান!
বলে ডেকে- শহর রেখে
চল না ঘুরে আসি
গাঁয়ের মেঠোপথে যেথা
ফুলফসলের হাসি।
পাখপাখালি ঘুম ভাঙ্গাবে
মাখবি শিশির পায়
দেখবি মাঝি পাল উড়িয়ে
উজান দিকে যায়!
তালের গাছে বাবুই বাসা
দিচ্ছে হাওয়া দোল
সারাটা দিন কিচিরমিচির
মা-ছানাদের বোল!
লাঙ্গল কাধে সবল চাষী
চলছে মাঠের পানে
বটের তলায় আসর বেঁধে
বাউল সুরের গানে।
হাটের মানুষ যাচ্ছে হেঁটে
সওদা মাথায় করে
তবুও ঠোঁটে হাসির ছোঁয়া
শরীরে ঘাম ঝরে।
খেজুর গাছে রসের হাঁড়ি
ভিজিয়ে নিবি ঠোঁট
আর দেড়ি নয় বুড়োখোকা
এক্ষুনি তুই ছোট্।