গোলকধাঁধাঁ-১
নাতির ভাগে হাতি দিয়ে-
গাধা নিলেন দাদা;
ব্যাপারটা কী ভাবতে বসে
ছোট্ট অনুরাধা!


কলম-খাতায় অংক কষে,
অল্প জ্ঞানের মাঠটা চষে;
চাওয়া-পাওয়া হিসেব থাকে
শুধুই গোলকধাঁধাঁ!
-------####--------


গোলকধাঁধাঁ-২
রাত্রি জুড়ে মাথায় ঘোরে
চিন্তা সারি সারি
যার জমি তার পাইনা খবর
অন্যের-ই নামজারি


কোথা থাকেন মন মহাজন?
আসা-যাওয়া করেন কখন?
তার কি কভূ হয় প্রয়োজন-
কোন বসত-বাড়ি!