গণতন্ত্রের ‘গ’

গণতন্ত্রের ‘গ’ হারিয়ে-
খোঁজেন পচু সরকার!
গ-টা কতো লম্বা ছিলো
সেটাও জানা দরকার!

হঠাৎ ক’টা ছোকরা এসে-
চোখ পাঁকিয়ে, অট্ট হেসে
বললো-“চাচা ঢের হয়েছে
তেল খোঁজো গে চরকার!