যগেন্দ্র নাথ পাল
এবং
সদা নন্দ লাল
দু'জন নাকি পুকুরপাড়ে
পাড়ছে শুধু ফাল!


কী হয়েছে ওদের?
হায়!
ঘাটতি কেন বোধের?
নাকি ওরা শিকার কোন-
হিংসা, ঘৃনা, ক্রোধের?


সাতসকালে উঠে
তাই
দেখতে গেলাম ছুটে
গিয়ে দেখি-  লঙ্কাকান্ড-ই
নয়তো মিছে মোটে!


গায়ের জামা খুলে
ধুতি-
হাটুর উপর তুলে
পুকুরপাড়ের হিজলগাছে
আছে দু'জন ঝুলে!


দেখছে কতো লোকে!
কেউ-
বুক চাপড়ায় শোকে!
এমন পাগল আগল ধরে
কেবা ওদের রোখে?


খবর গতকালের-
শুনি
পালের এবং লালের
বাজি ছিলো লঙ্কা খাওয়া
শুকনো-কাঁচা ঝালের!


জের চলেছে তার
ওরা-
মানছে না কেউ হার
লঙ্কা কান্ড করেই তারা
জিতবে পুরষ্কার!!