জীবনের-ই খুটিনাটি-
হাঁড়িকুঁড়ি থালা-বাটি
সাজগোজ পরিপাটি
ফুলে;
কাড়াকাড়ি
মারা-মারি
স্বার্থের-ই ষোল-আঁটি
মূলে।


আছে কাছে যার যত
চাই আরও তার তত
আজ বাদে কাল গত
তথ্য;
বিলকুল-
ভাবি ভুল
পাপ-আচারে রই রত;
সত্য।


কার ভাত কার হাঁড়ি
কার জমি কার বাড়ি
অবোধের কাড়াকাড়ি
বিত্ত!
ঘেঁটেঘুঁটে
চেটেপুটে
খেতে গিয়ে মারামারি-
নিত্য।