এ তোমার প্রস্তাব নাকি কুপ্রস্তাব
ভেবেছি সারারাত বিনিদ্র ইনিয়ে বিনিয়ে,
সবকিছুর অধিকার তুলে দেওয়া তুমি
ছিনিয়ে নিয়েছো আইনের দোহাই দিয়ে!
পড়শির পোলাগুলোর তির্যক চাহনির
সাথে দেহে ছটফটে কৌতুকের আঁকিবুকি,
আর আমার মত অসহায় ভালোবাসায়
মিছরির ছুরি চালিয়ে যতোসব চালাকি!
ভিনদেশী নাগরের কথায় নিত্য ওঠাবসা,
বদলে ফেলেছো খোলনলচে ধীরে ধীরে
পুঁজিপতি সংসারে ভাগীদারীর আশায়,
বাসে-ট্রেনে-পথে-ঘাটে তোমার জন্য
ঘামঝরানো আমি আঁধারে তলিয়ে যায়!
এইতো তোমার কঠোর প্রতিষ্ঠানের নীতি,
এইতো তোমার নামসর্বস্ব ভাঁওতাবাজি,
বুঝিনা কোনটা ভৌম জল আর কোনটা অভৌম,
বুঝিনা কোনটা জীবনের মুখ্য আর কোনটা গৌণ!