তোমাকে খুঁজে গেছি যেমন করে


নাগরদোলা, ঠেলাগাড়ি আর হাজারো স্টলে
রঙীন আলোর কেরামতি
থিতিয়ে পড়া মাতামাতি
শুকিয়ে যেতে থাকে রাতের ক্লান্ত ঢলে;
শৈশব ঘুমিয়ে পড়েছে আঁচলের আড়ালে,
পাঁপড়ওয়ালার শুকনো চোখেমুখে হতাশা
স্ট্রীটলাইটের আলোয় বেলুনগুলোও ঝাপসা
হয়ে ভাসে দু’চোখে কিংবা শান্ত জলে …


মেলা ভেঙেছে নীরবে সবার পায়ে পায়ে
আঁধারের ঠোঙা থেকে শীতলতা
ছড়িয়ে রয়েছে ঘাসে মলিনতা
রয়ে গেছে তাবুতে কম্বল গায়ে দিয়ে;
শিশির ছুঁয়ে যাওয়া দূর শহরের আলো
কিংবা বাতাসে ভেসে আসা
শেষ লোকাল ভাসা ভাসা
কোথায় … কোন দিগন্তে মিলিয়ে গেল …


তুমি … তুমি কি জানো যে
তোমাকে পেরিয়েও তোমাকে পাওয়া যায়,
যে তোমাকে হারানোর কোনো ভয় নাই?


সেই সত্তা অমর প্রকৃতির তৃপ্ত হৃদয়রাজ্যে …