আজ গভীর রাতে
কবি অসহ্য সুখের চৈতালী ভাবনায় ভাবিত হলেন।
ভাব জগতের লীলায়িত প্রান্ত থেকে শব্দের দেখা মিলল।
ভাবনার সাথে শব্দের মিলনে নির্মান হলো কবিতা।
মধ্যরাতের আতুর ঘরে কবি তার সৃষ্টির নাম দিলেন
অসহ্য শাণ্তি
কবির এলোমেলো জীবনের চলন্ত পথ প্রান্তে
বসন্ত সুখের দেখা মিলল।
কবি তার জীবনের বাতায়নে
পরিশীলিত শান্তির খোঁজ পেলেন
কবি তার পরিশীলিত শান্তির ললাটে লিখে দিলেন
“জীবন নাটিকা”।
কবি তার জীবনের নাট্যমঞ্চে অভিনয় করতে করতে
নাটকের পান্ডুলিপি হারিয়ে ফেললেন
কবি বাস্তব জীবনের পান্ডুলিপি হুবহু উপস্থাপন করলেন।
সবশেষে কবি তার নাটকের নাম রাখলেন
"জীবন নাটিকা"।
৫২/১০