শ্যামল দিঘির অথৈ নীরে
শ্বেত পদ্ম প্রস্ফুটিত।
পঙ্কিল চতুর্দিক
তবু গৌরব অক্ষত।
পুষ্পপাত্রে হবে স্থান
অর্ঘ্য রূপে হবে দান।
শোভিত হবে দেবচরণতলে
ধন্য জীবন ধন্য প্রাণ।
যা কিছু সৌরভ তার
শুধুই বিলায়ে যাবে।
নাইবা হলো দেবমাল্যরূপে
দেববক্ষে স্থান।
রইবে পড়ে চরণতলে
কোমলচরণ স্পর্শ পাবে।
সফল জীবন
নাই তো অভিমান।
নাই তো কোন অভিযোগ
শুধু একটিই অনুরোধ।
সেবিকারে রাখিও চিরদিন
দিও হৃদয় প্রাঙ্গণে স্থান।