যৌবনবতী  গাঁদা  ফুলের  শ্লীল সমান্তরাল  ব্যবচ্ছেদে
আর অসংখ্য  নিহত ফুলের  ফুলেল নির্যাসে,
ফিরে এল আবার  অষ্টমীর পুজোর মন্ডপ্-কলরব!
হাত জোড় করে হাত ভরা পুজোর  অঞ্জলিতে তাই সবাই:


মাগো! রূপ  দিও সেলফি  তে আমার, রূপ দাও আয়নায়!
আর ঐ প্রেয়সীর চোখে  রাখা থ্রি  সিক্সটি  ক্যামেরায়,
রঙীন এডিট্ অপশনস্ দিও না আরো বেশ কটা! বেশ লাগে কাজে।
জয় দিও মা এই সিটি  অফ্ জয় তে  আমার।


যশ দিও আমায়, জোশ দিও ওদের, আমার পেজ্ লাইক এর উন্মাদনায়।
দিও মাগো একটা  বেশ পাসওয়ার্ড  মাখোমাখো!
গোপনীয়তা  রাখবে যা বিশেষ  মিউচুয়াল  ফ্রেন্ড  এর পাতায়!


শত্রুতা নয় অসুরের সাথে আর, বিজয়ায় আপন করে নাও তাকে
সময়  এসেছে আজ  ফ্রেন্ড  রিকোয়েস্ট পাঠাবার,
বানাও  না ওকে  আজ তোমার রক্ষার বিদ্রোহী বাউনসার!


আজ অসুরের সাথেই যে হবে তুমি  নারী শক্তির অভয়া,
হে জীবনের নির্ভয় দাত্রী! তুমি  নিজেই কি নও  আজ "নির্ভয়া!"