শক্ত ইস্পাতের দরজাটা খোলা ছিল।
সালাম ঠুকেই ভিতরে প্রবেশ।
রিভলবিং চেয়ারের ঠিক পিছনে সেগুন কাঠের আলমারিতে
মোটামোটা সারিবদ্ধ বই!
সোনা রং কালিতে লেখা
নামগুলো বেশ চকচকে!
একফোটা ধুলো নেই!
মোটালেন্স চশমা,
সমীহ জাগানো কেতাদস্তুর পোশাকের ভিড়ে
আমি ভীষণ আড়ষ্ট ছিলাম!
অধ্যাপক সাহেব আজ কবিতা
শেখাবেন!
ছিন্নভিন্ন কবিতার মাঝে
কবিতা বিবর্ণ;ময়না তদন্তের কারবার!
শব্দভূক কবির উচাঙ্গ অলঙ্কারে,
কবিতার অপমৃত্যু ঠেকাতে চাই।
আমি তো কবি হতে আসিনি;শুধু
এই সৃষ্টিকে ভালোবেসেছি।
আমি নির্ভার!
-_-