অন্য আকাশের চাঁদ
                  অচিন্ত্য সরকার


আমার মেঘলা আকাশে প্রথম
উঁকি দিয়েছিলে অষ্টমী তিথিতে।
সাদা মেঘের ভাসমান চাদর খন্ডের
ফাঁক থেকে গোপনে গোপনে
আকাশ দেখেছিলে অস্ফুট মুগ্ধতায়।
আমি ধ্রুবতারার গল্প শুনিয়েছিলাম।
তুমি একমনে গল্প শুনতে শুনতে,
জোছনা মেখে ঘুমিয়ে পড়েছিলে।
তোমায় কপালে আলতো আদরে
চুমু দিয়েছিলাম অপার তৃপ্ততায়।


তারপর একদিন বিক্ষুব্ধ ঝড়ে কালো মেঘে
ছেয়ে গেল সব,গাঙে এলো ভরা কটাল।
কোথায় হারিয়ে গেলে,আমার অজান্তে।
ধ্রুবতারার কাছে খবর নিলাম।
সে বলল,হয়ত তার পথ ভুল হয়েছে ।
উল্কাদের কাছে কাছে খবর নিলাম,
তারা কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল।


ঝড় থামলে,চারদিক ঝলমল করে উঠল
নক্ষত্রের আলোকে।চেয়ে চেয়ে দেখলাম
যতদূর চোখ যায়,কিন্তু কই,
কোথাও তো তুমি নেই!
সন্ধ্যা নামলো গোধূলির আলো মেখে,
পাখিরা বাসায় ফিরলো....প্রিয়জনের টানে
ঘরে ফিরলো পথচারী.....
আমি তখনও চেয়ে আছি....
হঠাৎ দেখি,তুমি জ্বলজ্বল করছো অন্য আকাশে,
আমার গোলার্ধের সীমানা ছাড়িয়ে
অনেক অনেক দূরে।
সেখানে তুমি পূর্ণ শশী হয়ে
বাঁশিতে ধরেছে তান,তবে তা অন্য সুরে।
তুমি এখন অন্য আকাশের চাঁদ,
আমার আকাশ থেকে অনেক দূরে।