প্রভুকে পেতে কর হে মানব ভক্তি,  
করেছি এবং বার বার মরেছি ।
যাকেই দিয়েছি সবটা উজাড় করে
কিচ্ছু পাইনি শুধু শত্রু সৃষ্টি করেছি ।


তারা খেয়ে দেয়ে উদরপূর্তি করে
নিয়েও গিয়েছে হাত দুটি ভরে ।
কখনই আর ফিরে তাকায়নি, কিছু
করেও নি আমার বিপদের তরে !


আমিও ক্ষান্ত দেই নি মানব ভক্তি
করার, চেষ্টা করছি সাধ্যমত।  
জনঅরণ্যের এই দুনিয়াটাতে ভাই
এই মানুষ চেনাই হল যে পূর্বশর্ত ।  


তবে একটা উপলব্ধি বোধ করেছি
মানুষ ভক্তিতে হয়ও যদি ক্ষতি ।
শুধু ধৈর্য ধরা চাই যতটা হবে ক্ষতি
প্রভুই পুষিয়ে দেবে তারও অতি ।


রচনাকালঃ- দুপুর ১২.০৭টা সোমবার ১০ অগ্রহায়ণ ১৪২৬,
২৭ রবিউল আউয়াল ১৪৪১, ২৫ নভেম্বর ২০১৯ মিরপুর, ঢাকা ।