(কবি মল্লিকার আজকের আলোচনা সভায় প্রকাশিত একটা লেখা বিষয়ে)
আমরা প্রায় সবাই, একবার ইচ্ছে করে, কমপক্ষে ১বার, কমপক্ষে ১টি কবিতার বই ছেপে বেরোক। নানা নামী প্রকাশনার স্বপ্ন দেখিনা, বই ছেপে বেরলেই হল।
লাভ? সে প্রসঙ্গে আজ যাব না। আগে আমার অভিজ্ঞতার কথা বলি। ৩০০ কবিতা লেখার পর শুভান্যুধ্যায়ীরা বলল - তোমার একটা কবিতার বই না হলেই নয়, না বেরোলেই চলছে না (যেন কালকের ভাত হজম হবে না আর ইয়ে 'ওটা'-ও হবে না)।
অতএব সেই শুভ উদ্দেশ্যে আমার কলেজ স্ট্রীটের অলিতে গলিতে ভ্রমণ। সাথে আমার দুর্দিনের সাথী এই আসরের কবি মিতা। কাউকেই বাদ দেই নি, অলির ভেতর গলি, তস্য গলির ভেতরের প্রকাশক থেকে শুরু করে দেশ পত্রিকার অফিস!!! দোকানে দোকানে ঘুরে ঘুরে শেষে কলেজ স্ট্রীট কফিহাউসে চা-জলখাবার। এটুকুই প্রাপ্তি।
শেষমেষ উপলব্ধিঃ ৯৫% প্রকাশকের মতামত - কবিতার বই আজকাল চলে না, বিশেষ করে নবীন লেখকদের। খুব নামী কবি হলে অন্য কথা। নিজের পয়সায় বই ছাপাতে গেলে - কম করে ৭৫টি কবিতার একটি বই ছাপাতে ১৬০০০/- থেকে ১৭০০০/- টাকার ধাক্কা। তাও 'বিলো স্টান্ডার্ড' পেপারে। সেভাবে ভালো প্রচ্ছদ দিয়ে ৮০ জি.এস.এম পেপারে ছাপলে ২৫০০০/- টাকার ধাক্কা। নিজের গাঁটের কড়ি খসিয়ে।
অতএব যদি আমি আমার কম করেও ৩০০ কবিতা ছাপাতে চাই - এবার হিসেব করতে বোসো। ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবার জোগাড়! তাও যদি নবীন এবং অপরিচিত কবি হয়, তবে লাখ টাকা দিলেও তোমার একসঙ্গে ৩০০ কবিতা ছাপবে না!
অতএব তোমাকে নামী হতেই হবে। ঠিক যেমন যুবা বয়সে শুনতাম, চাকরী পেতে গেলে অভিজ্ঞতার খুব প্রয়োজন। আররে! চাকরী কেউ না দিলে অভিজ্ঞতা হবে কি ভাবে? হাঃ হাঃ হাঃ।
অতএব, মহামান্য এডমিন মহাশয়কে অশেষ ধন্যবাদ। কবিতার আসরই আমার ভরসা।
তোমাদের কি অভিমত/অভিজ্ঞতা?
আর আমার আসরের প্রথম কবিতা সে-তো আসরকে নিয়েই।
লেখাটি পড়ে নিজেকে ভাল লাগছে।
কিন্তু কপাল পুড়ে ছাই,
তোরা যে যা বলিস না কেনো
আমার একটি কাব্যগ্রন্থ চাই।
ভরসা 'এডমিন'!
আসছে বুঝি সুখের দিন।
খরচ কিছু তো আছেই , তবে প্রমোশনের দায়িত্ব প্রকাশকের । ক্রমশঃ প্রকাশ্য ।
আশা করি অতি শীঘ্র আপনার একটি বই আমরা পাব।আর আসরতো আছেই আমাদের জন্য মনের তেষ্টা মেটাতে।অনেক অনেক শুভ কামনা।
মনে মনে ভাবলাম তাঁরা আমার পান্ডুলিপি'টার ধরে ও দেখলো না টাকা কে প্রাধান্য দিলো !!!
মন খারাপ করে হাঁটতে লাগলাম বাংলা বাজার -ভাবলাম নাইট কোচে বাড়ি চলে যাবো । এই ভেবে সামনে এগুলাম হুট করে নজরে পড়লো "তানিয়া বুক ডিপো" নামে একটা প্রকাশনী -আমি কিছু ক্ষণ তাকিয়ে থাকলাম ।এমন সময় প্রকাশনীর ভিতর থেকে একটা লোক আমায় ডাক দিলেন ,আমি এগিয়ে গেলাম । নানান কথার মধ্য দিয়ে সব তাঁকে অবহিত করলাম । কিন্তু অত্যন্ত সুখের বিষয় হলো যখন তিনি আমায় বললেন আমাকে আপনার পান্ডুলিপি টা আজ রাত্রে'র জন্য দিয়ে যান ,কালকে সকাল দশ টাই এসে আমার সাথে যোগাযোগ করবেন । আমার যদি আপনার পান্ডুলিপি পছন্দ হয় আমি আমার পয়সা খরচ করে আপনার উপন্যাস ছাপাবো । না হলে আপনার পান্ডুলিপি আপনাকে দিয়ে দিবো ।
আমি তো খুশি তে আত্নহারা ,তাঁর হাতে পান্ডুলিপি টা তুলে দিয়ে আমি বোডিং এ ফিরে এলাম ।আর প্রহর গুনতে লাগলাম কখন সকাল হবে ।
ভাবতে ভাবতে যখন ঘুম ভাঙ্গলো তখন দেখি সকাল ১০ টা ৫ । চমকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সেই প্রকাশনীর সামনে যেতে যেতে সকাল ১১ টা । ভদ্র লোক আমার অপেক্ষা করছেন । হেন্ডসেক করতেই অন্য একটা লোক দেখলাম একটা কেক নিয়ে হাজির ।আমায় বললেন কেক কাটুন ,আমি তো অবাক !! তিনি আমায় বললেন,আরে অবাক হবেন না , আপনার পান্ডুলিপি পছন্দ হওয়াতেই রাত্রেই টাইপিং করে দিয়ে দিয়েছি । ৫০ % কমপ্লিট হয়ে গেছে ,।
আমার যেন পায়ের নিচে মাটি সরে যাচ্ছিলো । আমি বিশ্বাস ই করতে পারছিলাম না ।
অতঃপর ১ মাস পর আমার হাতে যখন আমার সেই কাঙ্খিত স্বপ্ন "মনে রেখো আমায়" উপন্যাস টি হাতে এলো আমি তখন কি যে খুশি হয়েছি তা বলে বিশ্বাস করতে পারবো না । আমাকে তাঁরা সৌজন্য কপি হিসেবে ৩০০কপি দিয়েছেন । পরে জানতে পারলাম ঐ ভদ্রলোক এক জন লেখক আবু হানিফ।তাঁর ৩০০ টির উপরে উপন্যাস আছে বাজারে ।
ধন্যবাদ ।