======================
ও পথের মাঠে ঘাটে সীমাহীন পরিবর্তন-
কি করে মেনে নেই!হাজার ভাবনা মনে
প্রশ্ন গুলি- কেমন করে ছুড়ি- উত্তর নেই;
তবে হিংসা পাড়ায় শুধু আগুন– আগুন


তো আর বুঝে না অতীতে ছিলাম কি?
সময়ের বিবর্তণে এ কেমন পুড়া ছাই।
ঝরবে তো আকাশ ছুঁয়া বাদল,জলের তরে
স্রোত- হায় রে প্রণয় তোর এত রূপ।


১৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ৩০ মে ১৯
--------------------------