আর কতকাল চলবেরে তোর, ঊর্ধ্বলোকে মেঘ গোনা
পদ্মাসনে বসে থেকে, সপ্ত ঋষির বেদ শোনা!
নিত্য চাবুক পড়ছে পিঠে, আর কতকাল সয়ে যাবি,
হেঁচকা টানে চাবুকটা-নে, আর কতরে মার খাবি!
পেটেতো নেই দানা পানি, পেট ভরে কি মার খেলে?
কসাইখানা জ্বালিয়ে দিয়ে, প্রয়োজনে তুই থাক জেলে!
বৈষ্ণবীদের মুখের কুলুপ, টান মেরে তুই ছিঁড়ে দে
এটোকাঁটার ভণ্ড সাধুর, মুখোশটা তুই খুলে দে!
দেশলাইয়ের একটি কাঠি, বারুদের ঐ স্তুপটাতে
মার ছুড়ে তুই, লাগুক আগুন, অত্যাচারীর ঘরটাতে!
ছাগীরা আজ পিছে টানে, আছে কি তার রুদ্ররোষ!
ফ্যাসিবাদে লাথি মেরে, দেখারে তোর তেজী জোশ!
সাহস নিয়ে দৌড়ে দিয়ে, ফুটতে থাকা লাভার মুখ
খুলে দে আজ প্রলয় ঘটুক, কাঁপিয়ে দেরে পীড়ক বুক!
একটি বাতি জ্বালিয়ে দিলে, কৃষ্ণপক্ষের এই কালোয়,
একটি থেকে লক্ষ বাতি, ভরবে ধরা এই আলোয়!