ঐ দেখো নিজ চোখে, নরকের দ্বার!
    যাবে নাকি সেথা নিজ ইচ্ছায়!
কানে তুলো ঘাড় গুঁজে, ঘর আর বার
     দিন রাত কাটে শুধু কিচ্ছায়!


আগ লেগে বন জ্বলে, দেখো কি চোখে!
       নাকি তুমি সেচ্ছায় অন্ধ!
ঘুম ঘোরে থাকো তুমি, দেখে কিছু লোকে
       গায়ে পড়ে করে যাও দ্বন্দ্ব!


ঘর পোড়ে, জন পোড়ে, পোড়ে আঁখি জল
     বেনা পুড়ে লেগেছে কি পেছনে!
কেনো আজ হাউ মাউ, নাকি করো ছল!
      কাটিয়েছো কোন সুখ স্বপনে!


  পুঁজি করে মানুষেরে, কাটিয়েছো কাল-
     ভেবেছিলে অনায়াসে পাবে পার,
    নিয়তির বাটে পড়ে বেচারার হাল!
      মনে রেখো তুমি ছিলে গাদ্দার!