আমার রক্ষণাত্মক অসামর্থ্যতার বিরুদ্ধে
যতই রাগ দেখাইনা কেন,
কিংবা তাকে যতই বকাঝকা করিনা কেন,
তবুও সেই মুহুর্তগুলো-
ঠিক বৃষ্টির ফোঁটা হয়ে, ঝরে পরে আমার ওপর!
একটি প্রতারণাময় চৌরাস্তার মোড়ে,
আমার নির্লিপ্ততা দাঁড়িয়ে থাকে, একটি নিমগ্ন ছায়ার দৈর্ঘ্যে!
হৃদয় বিদীর্ণ করা রক্তপাতের দিকে,
তাকানোর সাহস হারিয়ে ফেলি বলে,
অক্ষম ধৈর্যের গৌরবে, চোখ বুজে আরাম খুঁজি, এবং
সব সত্যকে মিথ্যা বলে এড়িয়ে যেতে চাই আমি!
ঠিক ঐ সময়টাতেই একটি শব্দের কণ্ঠস্বর,
আমাকে গনগনে আগুনের জ্বলন্ত শিখায় আছড়ায়!
বাঁচার উপাদান হিসেবে, খড়কুটোর মতো
আমার সবগুলো উপলব্ধিকে এক জোট করে
অবহেলা ও অনাদরে পড়ে থাকা,
কিছু মৃত আনন্দের টুকরা কুড়িয়ে, নতুন করে জীবন দিতে চাই,
এই ব্যস্ততাতেই আমার জীবন বেঁচে থাকে,
ভবঘুরে স্বপ্নের প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে!