আমার মৃত্যুর  পরে মর দেহ ঘিরে
কতো কাঁদবে স্বজন আমায় ধরে ,
ওরা আমরা কথাই বলবে -
ব্যথার রূপে রঙে !
প্রেম ভালবাসা উথলে  উঠবে
প্রেমহীন মরা গাঙে ...!
শেষ স্মৃতি  রাখতে তুলবে ছবি
মাথার কাছে পায়ের কাছে
বসতে  গোপন দাবি !!
আজ ময়লা কাপড় সবাই গেছে ভুলে
শেষের দিনে সাজাবে সত্যি ফুলে !
ওরে আমি  এখন বেঁচে -
এখন একলা আছি ...
সঙ্গী শুধু স্মৃতি আর
আসবাব মশা মাছি ...!
আমার আপন আমার স্বজন
স্নেহের যতো ধন ,
সময় পেলে আয়না কাছে
বড়ই ব্যকুল মন l


প্রতিদিন নয়, কাজ ফেলে নয় -
কোনো  ক্ষনিকের অবসরে
এলেই আলো ভরবে মনে -
           জ্বলবে শুন্য ঘরে !
মৃত্যুর পরে দেখবো কিভাবে
প্রেম আর ভালোবাসা ..
জীবনেই সব, তাই শেষ সাধ -
একটু সঙ্গেই কাঁদা হাসা l