আমি এক ছোট মেঘ, ক্ষুদ্র সামর্থ্য
বুকের মাঝে মমতার সমুদ্র, তবু সবই অনর্থ l
জ্বলছে জীবন জ্বলছে জগৎ, সব খানেতেই জ্বলন !
আমিও জ্বলছি অক্ষমতায়, গোপনে জ্বলছে মনন l
ছোট্ট দুহাতে সূর্য ঢাকবো কোথায় সেই শক্তি !
অতৃপ্ত আমিত্বে আমিই মরছি, কি ভাবে মিলবে মুক্তি l
পিপাসায় পুড়ে ডেকনা- তপ্ত-অতৃপ্ত মরু !
শুরুতেই যার শেষ, সে কীকরে করবে শুরু l
প্লাবন আনো প্রানের প্রেরণা বলছে বার-বার !
আমিতো জানি আমাকে, মানতেই হবে হার l
ছোট্ট ফুলের মিষ্টি কলিরা বৃষ্টি-বৃষ্টি ডাকছে !
বৃষ্টি কোথায় ! বুকের বৃষ্টি আমার নয়ন ঢাকছে l
তুমি বলে যাও বাতাস আমি কেন দল ছাড়া !
আমায় ফিরতেই হবে ঠিকানায়, বড়ো বেশি আজ তাড়া l
যে কাজ নিয়েছি সাধনার মত, সেইতো আমার ব্রত !
সব বুঝেও যদি ফিরে যাই, মনে থাকবে অক্ষমতার ক্ষত l