মন পোড়ে নিঃশব্দে যন্ত্রণার আগুনে
আমি গন্ধ পাই,
গন্ধ পাই মাংস পোড়ার .......
বাগানের ফুল গুলো গান লেখে, লেখে কৈবল্যের কবিতা l
সৌরভ বলে যায় আমাকে -
"পারো কী সুর দিতে বিরহের ......"


আশার খামে ভরে প্রেমের কবিতা গুলো
পাঠানো হলনা তোমাকে
জানা নেই সুখের ঠিকানা ........


যদি কোনদিন ফেরো শিকড়ের টানে
ঘুমিয়ে গেলেও জানি জাগবো আবার
আমার পরে, আমার ছবিতে মালা দিওনা,
বিস্কুট খাওয়াবে রাস্তার কুকুরকে l
আমি শান্তি পাবো আর তুমি আশির্বাদ l


গান গাওয়া কন্ঠরা কূ-কথাও বলে
হাসি মুখ ফেলে দীর্ঘশ্বাস.... তাই
সাবধান থেকো নিষ্কাম কর্ম নিয়ে
সবাই অনির্বান হতে পারেনা জীবনে ....
আমিও পারলাম কোথায় !
শুধু জ্বলে যাই নাম-রূপ প্রতীকি প্রায়শ্চিত্তে
আলো ছাড়া .........


সবাই সংযমী সাম্যভাবী হতে পারে না জীবনে ...l