সব দেখেছি নীরবে, শুধু একই ভাবে
অসীম অনন্ত অবধী l
আজ শয়তান, গায় গরলের গান
কাল হবেই কালেতে সমাধী l


কতো গুনীজন, কপট কূ-জন
হারায় কালের স্রোতে l
সব শেষ হবে, কাঁটা মুছে যাবে
চলতে চলতে পথে l


কতো প্রাসাদ মিনার, জয় আর হার
আজ স্মৃতীর শোনিতে রেখা l
সব জানে নর, তবু সেজেছে পামর
শুধু থাকবে সময়ে লেখা l


সদা হারাবে কায়া, ছায়ার মায়া
সময় সরণী ধরে l
শুধু থাকবে সুনাম, আর বদনাম
চির কাল যাবে রয়ে l