এগিয়ে চলেছি আগের দিকে
আসলে যাচ্ছি শেষে !
কান্নায় দিয়েই শুরু সমাপ্তি
মধ্যে ক্ষণিক হেসে !!

ব্যাথা-অনুভব এই হৃদয়ের
সাজানো থরে থরে !
এত নোনাজল বুকের মাঝে  
অর্ণব যাবে ভরে !!

অনেক হাসির শক্ত হেঁয়ালি
ভালো-মন্দে একই !
মধু খুঁজলে বিষে'রা জড়ায়
জীবন জোড়া ফাঁকি !!

সবাই সঠিক সত্যি সময়ে
তবুও পথে কাঁটা !
কপালের লেখা নাম-ঠিকানা
সেই রাস্তায় হাঁটা !!

শেষবার এসো আত্মীয় হয়ে
আত্মা যেখানে মেশে !
এগিয়ে চলেছি আগের দিকে
আসলে যাচ্ছি শেষে !!

অনির্বান শান্তারা