নিয়ে চল মাগো, ওই মাটির দেশে
   আলোরকণা যেথায় মেশে ঘাসে
ফুলেল হাওয়া                  চুমছে পদ
তোমার কাছে এসে      আপন হাসি হেসে।


গাঁয়ের বধূ লাজুক মনে অঙ্গ দোলায়
কূজন রবে পাখিরা ফেরে নিজ আলয়
               গোধূলিবেলায়।
মনমাঝি তার বৈঠা বায়,ভাটিয়ালী সুরলহমায়
               আপন ডিঙি নায়।
                      
হাম্বা রবে ডাকে গরু, ফলের ভারে নীচু তরু
মুক্ত আকাশ যেথায় শুরু, নেইকো কোন ভীরু
          চলে কিশোর দিগন্তের সন্ধানে---
        ভালবাসার শুনব গান ফাগুন বীণে
মাগো, ওই মাটির দেশে, মন যে আমার টানে!  


ইটের পিঞ্জরে ক্ষুব্ধ মন,     কুড়ায়েছি শুধু নির্ধন
     অনেককাল হয়নি কো দেখা সুনীলগগন;
বিদ্যুৎতারে বিদ্ধ শরদিন্দু করছে  রক্তক্ষরণ!
          
              করো না মাগো দেরী,
         দেখতে যাব রাতের বিভাবরী
                  পিদিম নিয়ে সাথে---
জোনাকিরা সব চলবে আগে আমার পথেপথে
হাসনাহেনার গন্ধ সেথা আসবে নাকে ভেসে
বকুলফুলের মাল্যখানি পরাব তোমায় ভালবেসে  
  
   মুক্তকন্ঠী সুর পাবে যেথা, পথচলার দিশে!
       নিয়ে চল মাগো, ওই মাটির দেশে--।


রচনাকাল :১৩.০৯.২০১৬@০২:১৩ মি:,দুবাই।
কপিরাইট সংরক্ষিত।