তোমার কবিতা পড়ি, নিঃশব্দে নীরবে
পারি না দিতে উত্তর, করি না কোন মন্তব্য
চলছি আমি অজানার পথে, নেই গন্তব্য।
আজ আছে আশালতা , কাল কী রবে!

সে কথা ভেবে ভেবে, মরা-গাঙে আসে ব্যাকুলতা
বল তুমি, কেন পারলাম না লিখতে ভালবাসার কবিতা?

প্রণয় তো একদিন এসেছিল শিরীষের ডালে
স্নাত হয়েছিল তনুখানি কামনার জলে,
স্বপনের ডানা মেলে উড়েছিলাম, রোদ্দুর ছোঁব বলে,
ব্যর্থতার ইতিহাস লিখে গেল শুধু মোর ভালে!


রোদ্দুর, পারিনি তো ছুঁতে,এসেছিল শুধু পোড়াতে
লবনের ছিটে দিয়ে গেল, ফিনিক ঝরা শোণিতে।
আজ যখন তোমায়,বার বার দেখবার চাই
চাদিয়াল ওড়ে আকাশে,পড়ে আছে ছিন্ন নাটাই।


সফেদ শ্লেটের বুকে উঠেছিল ফুটে অব্যক্ত লেখা
রঙিন বর্ণমালা হারাল যে পথ, মেলে না তাই দেখা।
মরমর শব্দে ডাকে যেন ধূসর তামাটে শীতের পাতা
শুনেছ কি পথিক, কী সুরে গাইছে আমার মনের কথা!


এলোমেলো শব্দগুলি, হারায়ে যেতে চায় কোন সে দূরে
অনিকেত সেজে চলে, ভবঘুরে; সীমাহীন সায়রে।
ভালাবাসার আশার ঝুলি তার, রইল যে অপূরণ
যাযাবর হয়ে যাই, খুঁজে যাই সাধের মরণ!


রচনাকাল :২৫.০৯.২০১৬ রাত০০:১৫ মি: দুবাই। কপিরাইট সংরক্ষিত।