রাতের স্বপনে আসে
স্বপ্নীল ভোরের শুকতারা -

প্রেম ভরা লাবণ্যে
মাধুর্য্যের কমনীয়তা ভরা-পূর্ণিমার চাঁদ ।

আমার মনে এঁকে দেয়
হাজারো নীল-জোসনার-সাধ।

বাতাসে উড়ে এসে ঢেকে দেয়
দৃষ্টি-উদাস আমার দুই চোখ -

সামনে পড়ে আছে অদৃশ্যমান
প্রেমের এক মানসমূর্তি।

নদীর বুকে অজানা শিহরণে
ফুটে ওঠে একপশলা  হাসি

ফোটায়ে ছিলে হৃদয়ে প্রত্যাশার
অশ্রুভেঁজা এক নীলপদ্ম।

পারো খুঁজে নিও
তোমার পাশের কোন এক নদী থেকে

নদীর জলে আছে মিশে
আমার প্রত্যাশার স্বপ্ন -