একটা কালোমেঘ বলেছিল - আমি অন্ধকার করে দেবো।
দিবাকর তখন মুচকি হেসেছিল - বেশ তাই কোরো।
বালুতটের বালুকারাশি বলেছিল - শুষে নেব অর্ণবসুধা ।
নীলসমুদ্র প্রসারিত হাতে বলেছিলেন - এসো বরণ করি।
কি অহংকারে তালগাছ বলেছিল  - দেখো আমি আকাশ চুমেছি।
বটবৃক্ষ বলেছিল - এখানে শান্তির নীড় সুনিবিঢ় ছায়া।
কালি কলম বলেছিল  - আমরা লিখি পুরষ্কারে কেন উনি ?
কবি হেসে বলেছিল - কেউ নই আমি, আমার  অন্তরেতে রবি।


########