মা
চলে গেছে ।
একলা পড়ে আছি ।
ছড়ানো ছেটানো মায়া মমতা;
সূর্য অস্তাচলে মা ডুবলো সলিলে;
পাড়ে ছিলাম বরাভয় হাত জলের উপরে ।
ফুল মালা বেলপাতা ভেসে গেল স্রোত অভিমুখে ।
ফিরে আসবে আসছে বছর। চিন্ময়ী কিম্বা মৃন্ময়ী রূপে ;
ফুলমালা ধুপ চন্দনে সেইযে মা গেল আজো কেন ফিরলোনা?
আমি এখন খুব বাধ্য,তুমি ফিরে এসো, লুকোচুরি ভালো লাগছেনা ।