জনতা জনার্দনের খ্যাপাটে লোকটা
খুব সন্তর্পণে এগিয়ে যায় সভার খুব কাছে ;
চকিতে যেমন ঘূর্ণি জাগে কালবৈশাখী অন্তরে
ঠিক তেমনি সকলে নির্বাক ছবি দেখতে থাকে
যেন ছবিটার পকেটে আছে সবকটা অস্কার।


লোকটা খুব নিপাটে চপেটাঘাত সারে সপাটে
আহারে বহুমুল্যের চশমাটা বুঝি গেল ।
এই মুহূর্তে ফেকলু লোকটা যেন হলিউড তারকা!
বিশাল এক অগ্নিকুণ্ড যেন চোখে মুখে বাহুতে ।
আর ঝলসে ঝলসে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ ।


অপরদিকে চড় খাওয়া লোকটার মুখ ফ্যাকাশে
সে যেন গীর সিংহ থেকে হয়েছে নেংটি ইঁদুর
মুখের পেলবতা হটাত যেন খসে পড়েছে...
বহু মুল্যের চশমাটা মাটিতে পড়ে খান খান...
চোখের সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে এরা কারা ?
এদের তো কখন দেখিনি, এরা কি গরিব সম্প্রদায় !


মনে পড়েছে, এদের জন্যই এত আয়েশ পাই।
আর এরা !!! এদেরতো প্রতিশ্রুতি দিয়েছিলাম...
অবস্থা বুঝে ব্যবস্থা অতি বিনয়ে বলে উঠলেন
মাফ করবেন, এবারের মতন মাফ করে দিন...
বিশ্বাস করুন ওই চশমাটায় দায়ী ছিল ।
এতদিন আপনাদের চিনতে দিতে চায়নি ।