একলা হয়েই ছিলাম ...
নিজের কান্নাতে কান্না নিজের সুখে নিজ সুখ ...
আটপৌরে জীবনে আড়ে বহরে শাড়ির মতন...
পায়ের বুকের ব্যথার ওষুধের সখ্যতা নিয়ে...
সজনেফুলের ডাঁটা হয়ে ওঠা গল্প দেখে দেখে...
তাও তো আত্মিয়তা রেখে চলতাম ওদের সাথে ...
নদী গাছ ফল ফুল রিক্সাওয়ালা কাজের বউ সবজি ছেলে ।
আজানের সুর ঘণ্টাধ্বনি মিশতো বিকেলে ভোরের ফুলে ।


জানলার গরাদ ধরে দেখতাম ঝুঁকে পড়া আকাশ
আমের শুকনো মুকুলে টুনটুনির খুঁটে নেওয়া
সময় বুঝে রাস্তায় মানুষের যাওয়া আসা
একলা হয়েই তো ছিলাম ওদের সাথে ...
এখন... আরও বেশি একলা হতে হবে !!!
নিজের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ???