আমার ছোটবেলার ছেলেখেলা ফিরে যাও ;
কিশোরবেলার অনুসন্ধানী মন আজ ফিরে যাও;
যুবকবেলার প্রেমের প্রথম পরশ ফিরে যাও;
স্বর্গের পারিজাত এনে দেবার প্রতিশ্রুতি ফিরে যাও;
অলীক কল্পনার জগত আজ তোমাদের ছুটি দিলাম;

ফাগুন পূর্ণিমায় ভিজতে চাওয়া মন ফিরে যাও;
হিমের রাতে শিশির পরা শব্দ আজ ফিরে যাও;
ভালবাসা মন ধুলোয় রাখা পদচিহ্ন ফিরে যাও;
অঝোর বৃষ্টির কাছে আত্মসমর্পণ ফিরে যাও;
পাথের বাঁকে তার দ্রুত চলে যাওয়াকে ও ছুটি দিয়েছি;


আজ একলা ঘরে অন্ধকারে বাঁচবার জন্য লড়ছি।
তোমরাও বাঁচো দুরত্ব রেখে ;
যদি বেঁচে থাকি নিশ্চয় দেখা হবে
হাজার কবিতার ভিড়ে।