নীলাকাশে উড়িয়ে দিলাম
      একটা রঙিন ঘুড়ি।
ঘুড়ির সাথে মনটা আমার
     যাচ্ছে আকাশ বাড়ি।
দমকা হাওয়ায় ছিঁড়লো বাঁধন  
    দিলো দূরদেশে সে পাড়ি।
বুকে বাজতে থাকে দীর্ঘশ্বাস
     হায়রে কিযে করি ।
ঘাড় বেঁকিয়ে দিলাম বলে  
   যাহ তোর সাথে আজ আড়ি ।
সারা বিকেল বৃথাই যাবে
    পাশেই ছিল বুড়ি ।
আমার এমন দশা দেখে
    ওর চক্ষু গেল জলে ভরি ।
অমন করে কাঁদিস কেন
     খেলার সাথী বুড়ি?
কাঁদছি কি আর খুব সাধে  
    আমি যে তোর লাটায় ধরি ।
নাও জমানো টিফিন পয়সা
    আনো কিনে নতুন ঘুড়ি।
দূর আকাশে দাও উড়িয়ে
    লাটায় ধরে থাকবে বুড়ি।
ভাগ্যিস তুই ছিলি পাশে
    তোকে নিয়ে কিযে করি ।