তবু মনে রয় একদিন শেষ হয় ।
গুন গুন গুঞ্জনে গুঞ্জরিত এখন যে কান;
এ যেন অলক্ষ্যে থেকে শ্রোতাদের আহ্বান
একের পর এক বারতা পাঠিয়ে যাও।
আনন্দধ্বনিতে কলকাতা জাগিয়ে দাও।
সুপ্রভাত বলে বকবকম করতে থাক দিনমান।

তবু মনে রয় একদিন শেষ হয় ।
গলার প্রতি ওঠানামায় পাখির কাকলী
ফুরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া কথাকলি
কিছু ওপারের শোনা কিছু নিজেই বলাবলি ।
তোলা থাকে কিছু রাজনীতির দলাদলি
তুলে আনতে কিছু প্রশ্ন, প্রশংসার গলাগলি ।


তবু মনে রয় একদিন শেষ হয় ।
যাও তোমার জন্য আছে আরও অনেক কাজ।
যা তোমাকে এনে দেবে আরও প্রতিষ্ঠা রোজ।
বেতারের ইথার তরঙ্গে অবসর নিলে আজ
আসবে অন্য কোন যোদ্ধা সেজে নতুন সাজ
পড়ে থাকবে স্মৃতির জমিতে একফালি রোদ ।


তবু মনে রয় একদিন শেষ হয় ।